ঝালকাঠি এন এস কামিল মাদরাসা দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান । নূরানী, হাফেজী, আলীয়া ও কওমী বিভাগে অধ্যায়নরত হাজার হাজার ছাত্রের মধ্যে প্রায় ৫ শতাধিক শতাধিক ছাত্র নেজারাবাদ মফিজিয়া এতিমখানায় আবাসিক ব্যবস্থাপনায় অবস্থান করে আপনাদের আর্থিক সহযোগিতায় থেকে-খেয়ে দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করছে।
অ্যাকাউন্টের নাম : ঝালকাঠি নেছারাবাদ কমপ্লেক্স
অ্যাকাউন্ট নম্বর : 0531120000033 (সঞ্চয়ী)
ব্যাংক : আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
শাখা : ঝালকাঠি শাখা
সুইফট কোড : ALARBDDH
রাউটিং নাম্বার : 015420312
অ্যাকাউন্টের নাম : ঝালকাঠি নেছারাবাদ কমপ্লেক্স
অ্যাকাউন্ট নম্বর : 20501830200020406 (সঞ্চয়ী)
ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি
শাখা : ঝালকাঠি শাখা
সুইফট কোড : IBBLBDDH
রাউটিং নাম্বার : 125420310
আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কারো দুনিয়ার কোনো বিপদ দুর করবে, মহান আল্লাহ তাকে কিয়ামতের দিনের বিপদ থেকে রক্ষা করবেন।
(তিরমিজি, হাদিস নং ২৯৪৫)