হোম নোটিশ শিক্ষাস্থার ও বিভাগ ছাত্রাবাস যোগাযোগ দান ও মান্নত ভর্তি আবেদন

ছাত্রাবাস পরিচিতি

ছাত্রাবাস পরিচিতি


অত্র প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৬০০০ শয্যার ছাত্রাবাস রয়েছে। ছাত্রদের শ্রেণি ও বয়স অনুযায়ী মেধা এবং নম্বরের ভিত্তিতে সীট বিন্যাস করা হয়।

ছাত্রাবাসের ধরনঃ অত্র ক্যাম্পাসে ৫ ধরণের ছাত্রাবাস রয়েছে। যথাঃ (ক) নূরানী ১ম থেকে ৩য় শ্রেণি (খ) স্কুল বিভাগ-স্কুল থেকে আগত ছাত্রদের জন্য (গ) তাহীলী-হাফেয ছাত্রদের জন্য (ঘ) সাধারণ ছাত্রাবাস-৪র্থ থেকে কামিল(ঙ) মফিজিয়া ইয়াতীমখানা (চ) দরছে নেজামী (কওমী ছাত্রদের জন্য)। ছাত্রাবাসে প্রতি শ্রেণির ছাত্রদের জন্য আবাসিক অভিভাবক হিসেবে রয়েছে একজন করে জামাত নাযেম এবং তার সহযোগিতায় ছাত্রদের মধ্য থেকে রয়েছে ছালার ও রুমভিত্তিক একজন করে মোহাফেয। নূরানী, স্কুল বিভাগ, কলেজ বিভাগ (কলেজ ছাত্রদের জন্য) ও তাহীলী জামাতের জন্য স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে। ছাত্ররা যাতে স্বাধীনভাবে গড়ে উঠতে পারে সেদিকে লক্ষ রেখে দুই ভাইকে একস্থানে সিট দেয়া হয় না।

আবাসিকে অবস্থানের জন্য প্রয়োজনীয় সামগ্রী


  • ০১. নেছফে ছাক গোল জামা (সাদা) ২টি
  • ০২. সুন্নতী পাজামা (সাদা) ২টি
  • ০৩. গোল টুপি (সাদা) ২টি
  • ০৪. পাগড়ী গজ লম্বা ১টি
  • ০৫. দস্তরখানা (লাল) ১৮˝দ্ধ১৮˝ ১টি
  • ০৬. মিসওয়াক
  • ০৭. দাঁতের ব্রাশ ও পেস্ট
  • ০৮. বালতি (০৪ লিটার) ১টি
  • ০৯. জগ (কাঁচের নয়) ১টি
  • ১০. গøাস (মেলামাইন) ১টি
  • ১১. প্লেট (মেলামাইন) ১টি
  • ১২. টেবিল (২'-৩'দ্ধ১'-৬') ১টি
  • ১৩. গেঞ্জি ২/৩টি
  • ১৪. গামছা (মাঝারী) ১টি
  • ১৫. ট্রাংক (২২˝) ১টি
  • ১৬. চাবিসহ তালা (ট্রাংকের জন্য) ১টি
  • ১৭. চট বা শতরঞ্জী ১টি
  • ১৮. তোষক (৬'দ্ধ৩') ১টি
  • ১৯. মশারী (৬'দ্ধ৩') ১টি
  • ২০. বিছানার চাদর ১টি
  • ২১. বালিশ
  • ২২. মোটা রশি (১০ হাত) ১টি
  • ২৩. শীত ও গীস্মের প্রয়োজনীয় বস্ত্র

খাদ্য ব্যবস্থাপনা


খাওয়া-দাওয়ার জন্য রয়েছে নির্ধারিত হারে প্রতিমাসে টাকা জমা দিয়ে তিন বেলা স্বাস্থ্যসম্মত খানা এবং ক্যাফেটরিয়ায় নিজ খরচে তিন বেলা খানার সু-ব্যবস্থা। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে মুখরোচক খাদ্যের চেয়ে পুষ্টিকর খাদ্যের উপর অধিকতর গুরুত্ব দেয়া হয়। কোন ছাত্রই ক্যাম্পাসের বাহিরে খানা গ্রহণের জন্য যেতে পারবে না। সকল ছাত্রকে ক্যাম্পাসের মধ্যে নির্ধারিত স্থানে খানা

ছাত্রাবাসে অবস্থান বিধি


  • ০১. ছাত্রাবাস এলাকায় কোন অনাবাসিক ছাত্র বা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। একান্ত প্রয়োজনে ছাত্রাবাসের কোন রুমে যেতে হলে আবাসিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
  • ০২. পূর্বানুমতি ছাড়া কোন আবাসিক ছাত্র মাদরাসা ক্যাম্পাসের বাইরে যেতে পারে না। বিনা অনুমতিতে বাইরে যাওয়া শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হয়।
  • ০৩. ফজর, মাগরিব ও এশার নামাযের পর ১০ মিনিটের মধ্যে এবং যোহরের নামাযের পর ২০ মিনিটের মধ্যে নিজ নিজ কক্ষে উপস্থিত হতে হবে।
  • ০৪. বাদ আছর দোয়া ও যিকির আযকারের পর ভ্রমণের অনুমতি আছে, তবে মাগরিবের নামাযের পূর্বে ছাত্রাবাসে উপস্থিত হতে হবে। কোনক্রমে মাগরিবের নামায অন্য মসজিদে পড়া বা মাগরিবের নামাযের পর অন্যত্র অবস্থান করা যাবে না।
  • ০৫. কামরায় গল্পগুজব, হৈ-চৈ, মোবাইল রাখা এবং অন্যের পড়াশুনার ক্ষতি হয এমন কাজ করা নিষিদ্ধ। বিশেষতঃ আহলে সুন্নত অল-জামায়াতের আদর্শের খেলাফ কোন বই-পুস্তক, নভেল, নাটক ইত্যাদি আকীদা বিরোধী ও চরিত্র বিধ্বংসী বই-পুস্তক, ম্যাগাজিন পড়া ও সাথে রাখা কঠোরভাবে নিষিদ্ধ।
  • ০৬. অনুমতি ছাড়া ছাত্রাবাসে অনুপস্থিত থাকলে অথবা অনুমোদিত সময়ের পরও অনুপস্থিত থাকলে উভয় অবস্থায় অনুপস্থিতি ৭দিনের অধিক হলে তার সীট সাময়িক বাতিল হবে।
  • ০৭. আবাসিকে ভর্তি হওয়ার পর ক্লাস শুরু থেকে পূর্বানুমতি ব্যতিরেকে ২০ দিনের মধ্যে আবাসিকে থাকা শুরু না করলে তার মাদরাসায় ভর্তি বাতিল হবে।